বরিশালে ইয়াবা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বরিশালে একটি মাদক মামলায় রানা সরদার নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ রবিবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রানা সরদার জেলার গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া এলাকার মৃত ধলু সরদারের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির জানান, ২০১৭ সালের ৬ জানুয়ারী গৌরনদী থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম ওই উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবাসহ রানাকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মনিরুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ২০ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সগীর হোসেন একমাত্র রানাকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।