বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার আ’লীগ নেতা প্রিন্স বহিস্কার

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার আ’লীগ নেতা প্রিন্স বহিস্কার

বরিশাল মহানগর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. জগলুল মোর্শেদ প্রিন্সকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কারভাবে বহিস্কার করা হয়েছে। গতকাল রবিবার রাতে মহানগর আওয়ামী লীগের প্যাডে সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে একই সাথে গতকাল থেকে তাকে সকল প্রকার রাজনৈতিক ও দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর আলেকান্দার মেডিকেল কলেজ লেন এলাকার একটি স্টিল ফার্নিচার কারখানা থেকে ৩১ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করে পুলিশ। এর মধ্য জগলুল মোর্শেদ প্রিন্স অন্যতম।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পরদিন শনিবার তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।