বরিশালে ঈদ উপহার পেয়েছেন ২০০ বীর মুক্তিযোদ্ধা

বরিশালে ঈদ উপহার পেয়েছেন ২০০ বীর মুক্তিযোদ্ধা

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ২০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল)  সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজ হাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

 এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ,  উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল  আল মামুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) প্রমুখ।

ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, তৈল, পেয়াজ, চিনি, লবন, সেমাই, দুধ ও কিসমিস বিতরণ করা হয়েছে।