বরিশালে উদীচী বনার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে

গত দুই বছর করোনার মহামারীর বিরতি কাটিয়ে বরিশালে বাংলা নববর্ষ বরণ ও পহেলা বৈশাখ উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএম স্কুলের তমাল তলা এবারও পরিনত হবে উৎসবের কেন্দ্রবিন্দুতে। 'ফিরে চল্ মাটির টানে' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা শাখা ও বরিশাল নাটকের বৈশাখি আয়োজনকে সফল করে তুলতে ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি উৎসবের দিনটিকে নিরাপদ করতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে বরিশাল মেট্রো পলিটন পুলিশ।
গত কয়েক দিন ধরেই দিনরাত পরিশ্রম করে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বাংলা নববর্ষ উদযাপনের নানা উপকরণ তৈরি করে চলেছেন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা।
বরিশাল উদীচী’র সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন, ‘অশুভ শক্তির বিনাশ এবং অতীতের জরাজীর্নতা পেছনে ফেলে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় গত ৩৭ বছর ধরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন করে আসছে বরিশাল উদীচী। এবারও ৩৮তম মঙ্গল শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিয়েছে। গত কয়েক দিন ধরে উদীচীর কর্মীরা হাতপাখা, ক্যাপ, মুখোশ ও অশুভ শক্তির নানান প্রতীকী তৈরি করেছেন।’
বরিশাল উদীচী’র সভাপতি জানান, পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ওইদিন সাড়ে ৬টায় বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। এরপর ঢাক উৎসব, রাখী বন্ধন, উত্তরীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে উদীচী। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিএম স্কুল মাঠে এসে শেষ হবে।
এছাড়া বিকাল ৫ টা পর্যন্ত বিএম স্কুল মাঠে ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
পহেলা বৈশাখের আয়োজন নিরাপদে উদযাপনে বিশেষ নজরদারির পদক্ষেপ নিয়েছে বরিশাল প্রশাসন।