বরিশালে এক কেজি গাঁজাসহ আটক

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে। আটকৃত ব্যাক্তির নাম মো. মিরাজুল ঢালী (৫৪)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, সোমবার রাত ৮টা ১৫ মিনিটে নগরের ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোর বিপরীত পাশে চায়ের দোকানের সামনে অভিযান চালায় বিএমপি গোয়েন্দা শাখার জোন-১ এর টিম। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৯ নং গলির মৃত সালাম ঢালীর ছেলে।
এসময় এক কেজি গাঁজাসহ মিরাজুল ঢালীকে গ্রেফতার করে ডিবি। আটকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়েছেন পুলিশ।