বরিশালে এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ ফাউন্ডেশন

বরিশালে এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ ফাউন্ডেশন

বরিশালে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমার বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

শুক্রবার (০৮ মে) সকাল ১১টায় নগরীর সিএন্ডবি রোডে সংগঠনের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আমার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী।

এ সময় সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান শুভ, রবিন চন্দ্র রায় সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন সূত্র জানায়, নিজস্ব পরিবহনে অসহায়-দুঃস্থদের তালিকা করে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। ইতিমধ্যে ১হাজার পরিবার এই খাদ্য সহায়তার আওতায় এসেছে। পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা বিতরন করার কথা জানিয়েছেন তারা।