বরিশালে একদিনে ৭ হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান

বরিশালে এক দিনে প্রায় ৭ হাজার কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জনপ্রতিনিধি ও সেনা সদস্যরা।
সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে রোববার সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে কর্মহীন ১ হাজার পরিবারে এবং নগরীর খ্রীস্টান সম্প্রদায়ের ২গগ পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা প্রদানকালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং ব্যবসায়ী মো. মহসিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে নগরীর অন্যতম বৃহৎ ২৩ নম্বর ওয়ার্ডের আড়াই হাজার পরিবারে গত শনিবার রাতে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সিটি করপোরেশন।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে গতকাল স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ৩ হাজার পরিবারে সরকারি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
এদিকে করোনা পরিস্থিতির কারণে সমাজের অনেক মানুষ আছেন যাদের বাসায় খাবার শেষ হয়ে গেছে, কিন্তু লোকলজ্জায় তারা কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না। সেই সব মানুষকে খুঁজে বের করে নিজেদের রেশনের একাংশ দিয়ে তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসের সদস্যরা। গতকাল রবিবার জেলার আগৈলঝাড়া, গৌরনদী, মুলাদী ও বানারীপাড়া উপজেলার খাদ্যহীন শতাধিক পরিবারে খাদ্য সহাতায় পৌঁছে দেন সেনা সদস্যরা।
বরিশালে এই ধরণের ১ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা সেনা নিবাসের ৬২ ইষ্ট বেঙ্গল ৬পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল আবেদী হাসান।