বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন

বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন

ঐতিহাসিক ৭ মার্চ বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।  

দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ জেলা ও মহানগর এরসঙ্গে তাদের অঙ্গ সংগঠন রোববার (৭ মার্চ) সকাল নয়টায় নগ‌রের সোহেল চত্বরের দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।


সিটি কর্পোরেশন ও নগর আওয়ামী লীগের পক্ষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শ্রদ্ধাঞ্জলি জানান।

এরপর তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পুষ্পমাল্য অপর্ণ করেন।

এসময় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, হাজার বছরের  শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর অনুসারী হয়ে আমরা কাজ করে চলছি আমাদের পরিসরে।  

এসময় মেয়র আরও বলেন, আমরা সোনার বাংলা গড়বোই।

অপরদিকে সকাল দশটা থেকে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ অনান্য প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে।