বরিশালে কঠোর লকডাউনের তৃতীয় দিনে মানুষের ভীড় বেড়েছে

বরিশালে কঠোর লকডাউনের তৃতীয় দিনে মানুষের ভীড় বেড়েছে

কঠোর লকডাউনের তৃতীয় দিন বরিশালের রাস্তাঘাটে মানুষের ভীড় বেড়েছ। চলাচল করেছে যানবাহনও। তবে বন্ধ রয়েছে নগরীর বেশীরভাগ দোকানপাট। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 

কঠোর লকডাউনের তৃতীয় দিন রোববার সকালে বরিশালের রাস্তায় প্রচুর সংখ্যক মানুষ চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে বাজারঘাটগুলোতেও ছিলো প্রচুর ভীড় ছিল। বাজারে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশীরভাগ মানুষের মাস্ক ছিলো থুতনীর নীচে। আবার মাস্ক ছাড়াও বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাকে দেখা গেছে। সকালের দিকে নগরীর রাস্তাঘাট ছিলো রিক্সা, মোটর সাইকেল এবং ব্যক্তিগত যানের দখলে। অন্যান্য গণপরিবহন বন্ধের সুযোগে রিক্সাভাড়া বেড়েছে কয়েকগুন। সামর্থ না থাকায় কিছু মানুষকে হেটে দূরদূরান্তের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। 

নগরীর প্রধান প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজার, বাজার রোড, সদর রোডসহ অন্যান্য এলাকায় বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে খাদ্য এবং ওষুধ সামগ্রীর দোকান। তবে পাড়া মহল্লায় এই মুহূর্তে অপ্রয়োজনীয় চায়ের দোকান খোলা রেখে জটলা করা হচ্ছে। 

এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে গতকালও নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত। অপরদিকে নগরীর বিভিন্ন প্রবেশদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নগরীতে জোরদার টহল দিচ্ছে তারা।