বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গত শনিবার রাত ১১টা ১০মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪০ বছর বয়সের এক পুরুষ রোগীর (খালেক আকন) মৃত্যু হয়। ওই দিন দুপুর ১টা ২১মিনিটে সে করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়। মারা যাওয়া ওই রোগী নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা ছিলেন।

এর আগে গত শনিবার ১০টা ১০মিনিটে ৩০ বছর বয়সের আরেক পুরুষ রোগী (মো. পারভেজ) মারা যায়। একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় করোনা উপসর্গ নিয়ে সে করোনা ওয়ার্ডে ভর্তি হয়। মৃত ওই ব্যক্তি পটুয়াখালীর নাইয়াপট্টি এলাকার বাসিন্দা ছিলেন।