আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার যবসেন সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসানুল হক জীম (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
নিহত জীম উপজেলার যবসেন গ্রামের বাসিন্দা ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক পাইকের ছেলে। চলতি বছরে সে এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলো।
গত বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় তার কলেজে পড়ার সেই স্বপ্ন আর পূরণ হলো না।
জানাগেছে, গত বুধবার দিবাগত রাতে যবসেন সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ চার আরোহী ছিটকে সড়কের পাশে গাছের ওপর আছড়ে পরে। গুরুতর আহতাবস্থায় সদ্য এসএসসি পাশ করা আহসানুল হক জীমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয় তার। দুর্ঘটনায় অন্যান্য আহতদের মধ্যে সৌরভকেও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।