বরিশালে করোনা প্রতিরোধে দৃশ্যমান উদ্যোগ নেই: বাসদ

বরিশালে করোনা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বসদের পক্ষ থেকে করোনা সচেতনতায় হট লাইন চালু করার ঘোষণাও দেন বাসদ।
আজ বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরকাড়ি রোডে জেলা বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেনজেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালের প্রশাসন, সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিরোধে চোখে পড়ার মতো কোন উদ্যোগ নেই। পরিচ্ছন্নতা করোনা প্রতিরোধের প্রধান নিয়ামক হলেও এ বিষয়ে কোন ধরণের উদ্যোগ দেখা যাচ্ছে না। জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের কোন উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে করোনা ঝুঁকিতে বাংলাদেশ ও বরিশালের প্রস্তুতি ঘাটতি রয়েছে উল্লেখ করে এর প্রতিকারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। বাসদের পক্ষ থেকে করোনা সচেতনতায় চিকিৎসাসহ যে কোন পরামর্শের জন্য হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এছাড়া নগরীর ঘনবসতীপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার কথাও বলেন ডা. মনিষা চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বক্তৃতা করেন।