বরিশালে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

বরিশালে করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জে করোনা উপসর্গের রোগি আছে এমন আশঙ্কায় ৯টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া বরিশাল শের-ই-মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে মৃত সদর উপজেলার ওই রোগির বাড়ি বাড়ি ওই রাতেই লকডাউন করে জেলা প্রশাসন।
 

মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশীবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে করোনা রোগি সন্দেহে ৪টি বাড়ি এবং গত সোমবার রাত সাড়ে ৯টায় উজিরপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের  রাখালতলা কালিরবাজার এলাকার করোনা রোগি সন্দেহে ৫ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বরিশালের জেলা প্রশাসন সদর উপজেলার একটি বআড়ি লকডাউন করেছে।


উজিরপুর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী আব্দুর রশিদ বেপারী (৬০) ২ দিন আগে জ¦র-গলা ব্যথা নিয়ে উজিরপুরের গ্রামে ফিরে যান। তিনি বরিশাল নগরীর পলাশপুরে বসবাস করে ফল ব্যবসা করতেন। গত রোববার তার স্বাস্থ্যের অবনতি হলে এলাকাবাসীর খবরের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই বাড়ি পরিদর্শন করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ^াস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী গত সোমবার রাতে ওই ব্যক্তির জ¦র সর্দি-কাশি ও গলা ব্যথা উপসর্গের বর্ণনা শুনে প্রাথমিকভাবে তাকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করেন। এ সময় আব্দুর রশিদ নামে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে ওই বাড়িসহ আশেপাশের ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দেন। 
গতকাল অসুস্থ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী। পরীক্ষার রিপোর্ট পেয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুর রশিদ বেপারীরসহ সংলগ্ন ৫টি বাড়ির সকল সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 


করোনা ঝুঁকি এড়াতে অসুস্থ আব্দুর রশিদ বেপারীরসহ ৫টি বাড়ি লকডাউন করার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ^াস। 


এদিকে গতকাল দুপুরে করোনা আক্রান্ত সন্দেহে বাকেরগঞ্জের পাদ্রিশীবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফারুক খলিফার স্ত্রী আমেনা বেগম জ্বর-সর্দি ও গলাব্যাথা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে ওই বাড়িসহ সংলগ্ন ৪টি বাড়ি লকডাউন করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। 


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম জানান, আমেনা বেগমের করোনার সবকটি উপসর্গ রয়েছে। তিনি সার্দি-কাশি, গলা ব্যাথা, শরীর ব্যাথা ও স্বাসকষ্টে ভুগছেন। তার মুখের লালা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, রঘুনাথপুর গ্রামে এক নারী করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তির পর স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ওই বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি লকাউন করা হয়েছে। 


এর আগে গত সোমবার সন্ধ্যায় জ্বর-সর্দি, কাশি নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সদর উপজেলার তালতলীর রাঢ়ি মহলের এক ব্যক্তির মৃত্যুর পর ওই বাড়ি লকডাউন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ফেসবুক পেজে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়।