বরিশালে মানববন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
করোনা পরীক্ষার ফি বাতিল এবং স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদ্দিন নাইস, মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহসভাপতি মুহাম্মাদ সালমান ফারসি, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ-আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা সম্পাদক তানভীর হোসেন।
বক্তারা করোনা পরীক্ষার ফি বাতিলের দাবি এবং স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদ জানান। তারা সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে অযোগ্য উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন।