বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ২১২ জনকে আর্থিক সহায়তা প্রদান

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ২১২ জনকে আর্থিক সহায়তা প্রদান

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়-দুঃস্থ ২১২ জনকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রত্যেককে সর্বনিন্ম ২ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭২ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানে মাধ্যমে তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে এবং প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, মুক্তিযোদ্ধা মহিউদ্দন মানিক বীরপ্রতীক এবং উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর কবির। আর্থিক সহায়তার চেক পেয়ে খুশী হয়েছেন অসহায়-দুঃস্থরা। 

অনুষ্ঠানে ২১২ জন অসহায় দুঃস্থের মাঝে সর্বনি¤œ ২ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭২ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয় বলে জানান সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। আগামীতেও এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে।