নিত্য পন্যের দাম কমানো ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

নিত্য পন্যের দাম কমানো ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

বরিশালে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানো, সারাদেশে ওএমএস ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা কমিটির ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলার বেলা ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সম্পাদক অধ্যাপক মো. জলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য হারুন-অর রশিদ, আজিজুর রহমান খোকন, আমির আলীসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, নিত্য পন্যের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে ফায়েদা লুটছে। সমাবেশ থেকে সাধারণ মানুষের জন্য সারাদেশে ওএমএস ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানায় বক্তারা। 

সমাবেশ শেষে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের অশি^নী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।