বরিশালে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত

করোনা সংক্রামণ এড়াতে সরকারের নির্দেশে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে গত ১০ দিন ধরে কর্মহীন বরিশালের পরিবহন শ্রমিকরা। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন শ্রমিকরা। এ অবস্থায় প্রথম ধপে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির উদ্যোগে ৪৪৪জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৪৪৪জনকে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাসি মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর রূপাতলী বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। ৪৪৪জন শ্রমিকের প্রত্যেককে ২৫ কেজি চাল, ১০ কেজি আলু ও ৩ কেজি করে মসুর ডাল দেয়া হয়।
এ সময় রূপাতলী বাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন, সাবেক সভাপতি আজিজ শাহীন, বরিশাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ধাপে আররও ৪৪৪জন শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।
এদিকে টানা তৃতীয় দিনের মতো গতকাল বুধবার নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সিটি করপোরেশন। গতকাল ওই ওয়ার্ডের রসুলপুর কলোনীর ১ হাজার পরিবারের ঘরে ঘরে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ২টি করে সাবান পৌঁছে দেয়া হয়। এ সময় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর রশিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি মেয়রের নির্দেশে নগরীর ৩০টি ওয়ার্ডের কর্মহীন ৪০ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বরিশাল নদী বন্দরের কর্মহীন ২০০ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।