বরিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাসদের খাদ্য সহায়তা, রান্না করা খাবার দিলেন বন্দর কর্মকর্তা

বরিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাসদের খাদ্য সহায়তা, রান্না করা খাবার দিলেন বন্দর কর্মকর্তা

বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বটতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও করোনার কারণ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাসদ নেতৃবৃন্দ। এদিকে বরিশাল নদী বন্দরের কর্মহীন দেড়শ’ অভুক্ত ছিন্নমূল মানুষকে দুপুরে রান্না করা খাবার খাইয়েছেন বন্দর কর্মকর্তা।

বুধবার দুপুরে বাসদ নেতৃবৃন্দ সপ্তম দিনের মতো বটতলা এলাকায় সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, লবন, ভোজ্য তেল ও মশার কয়েল বিতরণ করেন। এ সময় জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ থেকে বরিশাল নগরীর কর্মহীন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতর করছে বাসদ।

এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় কর্মহীন বরিশাল নদী বন্দরের অভুক্ত দেড়শ’ ছিন্নমূল মানুষকে গতকাল বুধবার দুপুরে রান্না করা ডিম তরকারী দিয়ে ভাত খাইয়েছেন নদী বন্দর কর্মকর্তা মো. আজমল হুদা মিঠু সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুরের খাবার খাওয়ানোর কথা বলেন তিনি।

এর আগে গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের উপস্থিতিতে ২ শতাধিক ছিন্নমূলদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নদী বন্দর কর্মকর্তা।