বরিশালে কাল্পনিক সংগঠনের ব্যানারে চীন বিরোধী মানববন্ধন

বরিশালে কাল্পনিক সংগঠনের ব্যানারে চীন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন উদ্দেশ্য দেখছে সুশীল সমাজের প্রতিনিধিরা। চীনের দক্ষিণ এশিয়া বিরোধী আগ্রাসন ও ৫-জি ব্যবসা করার উদ্দেশ্যে মরণব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সংকট সমাধানের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে বরিশালে এই নামে কোন সংগঠনের তৎপরতা দেখা যায়নি। এমনকি কোন কমিটিও গঠিত কিংবা ঘোষিত হয়েছে এমন কোন তথ্যও পাওয়া যায়নি। অথচ নিজেকে সদস্য সচিব দাবি করে চীন বিরোধী মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি বরিশাল বিভাগীয় শাখার স্বঘোষিত সদস্য সচিব ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত দত্ত্ব লিটু।
মজিবর রহমান খোকা নামে একজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি বরিশাল বিভাগীয় শাখার স্বঘোষিত সদস্য সচিব ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত দত্ত্ব লিটু, হিন্দু বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ নেতা নারায়ন চন্দ্র দে নারুসহ অন্যান্যরা।
মানববন্ধনে ব্যানারে চীনকে বিশ্বের অন্যতম অশুভ শক্তি উল্লেখ করে দক্ষিণ এশিয়ায় তাদের আগ্রাসন এবং ৫-জি ব্যবসার করার জন্য করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার জন্য চীনকে দায়ী করে এই ঘৃন্য চক্রান্তের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা সংকটের আশু সমাধান দাবি করা হয় মানববন্ধনে।
কথিত কমিটির সদস্য সচিব সুরঞ্জিত দত্ত্ব লিটু বলেন, এখনও সংগঠনের কমিটি গঠিত হয়নি। কমিটি প্রক্রিয়াধীন। একজনকে আহ্বায়ক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। সে এখনও আহ্বায়ক হতে রাজী না হওয়ায় বিষয়টি প্রকাশ করেনি। তারমধ্যেও সংগঠনের ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন।
টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা বলেন, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি নামে কোন সংগঠন কিংবা সংগঠনের কোন তৎপরতা আজ পর্যন্ত বরিশালের মানুষ দেখেনি। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চীনের ভারতের সীমানা বিরোধ আছে। এটা দুই দেশের ব্যাপার। এ ব্যাপারে বাংলাদেশের পররাস্ট্র মন্ত্রনালয়ও কোন বিবৃতি দেয়নি। সারা দেশে এই জাতীয় কোন প্রতিবাদ, শ্লোগান কিংবা বিবৃতি কোন সংগঠন দেয়নি। সেখানে বরিশালের মতো একটি শহরে সরকার ও বিরোধী রাজনৈতিক দলমতকে পাশ কাটিয়ে যারা চীন বিরোধী মানববন্ধন করেছে তারা বিচ্ছিন্নœ চিন্তার মানুষ।
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি একটি আঞ্চলিক দৈনিকের সম্পাদক কাজী আবুল কালাম আজাদ বলেন, ব্যক্তিগত আগ্রহ উদ্দেশ্য নিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক মতের প্রতিফলন ছাড়া এই ধরণের কর্মকান্ড করে বাংলাদেশকে চীনের প্রতিপক্ষ হিসেবে দাড় করাতে চায়। এর সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই। সচেতন নাগরিক কমিটি টিআইবির সহযোগী সংগঠন, নামের আগে একটি শব্দ যোগ করে যে কেউ সচেতন নাগরিক কমিটির নাম ব্যবহার করতে পারেন না।