বরিশালে কেয়ার গিভার কোর্স এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি নিবন্ধিত বরিশালে কেয়ার গিভার কোর্স এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১ জানুয়ারি বেলা ১২ টায় নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম ও দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে ছিলেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জহিরুল ইসলাম, জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন্নেছা বেগম, ডিডাব্লিউএফ গ্রুপের অ্যাডভাইজার ও দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রাণি, রাজধানী নার্সিং কলেজের অধ্যক্ষ মাকসুদা বেগম, মাদারীপুর ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ্য হরিদাস অধিকারী, কেয়ার গিভার কোর্সের পরিচালক প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামান, ইস্টার্ণ নাসির্ং কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেনেন অতিথিরা।বরিশালে কেয়ার গিভার কোর্সটি সম্পুর্ন বিনামূল্যে করার সুযোগ।