ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সদর রোডের প্যারারা রোডের সন্মুখে এই কর্মসূচির পালিত হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুরঞ্জিত দত্ত্ব লিটুর সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়ুসহ অন্যান্যরা।
কর্মসূচিতে জেলা পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহনণ করেন।
গণঅবস্থান শেষে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।