বরিশালে ক্রেতার চাহিদা মত বাজারে নেই সয়াবিন তেল

বরিশালে সয়ানি তেলের সংকট চলছে। ক্রেতাদের চাহিদা মত সোয়াবিন তেল খুচরা বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযো উঠেছে। নগরীর অল্পকিছু দোকানে পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। এতে ক্ষুব্দ খুচরা ক্রেতারা।
রবিবার (৮ মে) নগরীর নতুন বাজার, বাজার রোড সরেজমিনে দেখা যায়, ক্রেতারা তেলের জন্য দোকানে-দোকানে ঘুরছে। কিছু দোকানে পেলেও দাম বেশি হওয়া কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া চাহিদাও মিটছে তাদের।
এদিন বাজারে সয়াবিন তেল ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে যেখানে আগের দাম ছিলো ১১০ টাকা, রাইস ব্র্যান্ডের সয়াবিন তেলের কেজি ১৮০ টাকা, লুস সয়াবিন তেলের কেজি ২০০ থেকে ২১০ টাকা, পাম অয়েল ১৯০ টাকা, সান ফ্লাওয়ার প্রতি লিটার ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নতুন বাজারের সয়াবিন তেলের খুচরা ক্রেতা মো. শিকাদার বলেন, ‘হারা বাজার খুইজ্জা মসজিদ গলির মধ্যে একটা দোকানে তেল পাইছি। কিন্তু দাম অনেক বেশি। ২১০ টাকা দিয়া এক কেজি লইছি।’ তবে ভোজ্য তেলের দাম ক্রয় সীমার মধ্যে আনার দাবি করেন এই ক্রেতা।
নতুন বজার ও বাজার রোডের মুদি দোকান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘২ থেকে ৪ দিন আগে নতুন তেলের অডার কাটলেও তা এখনও বাজারে এসে পৌঁছায়নি। এতে লোকসানে পরতে হচ্ছে ব্যাবসায়ীদের। তারা দ্রুত এর সমাধান চান।