বরিশালে ক্লাবফুট শিশুদের ওয়াক ফর লাইফের সহায়তা

বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ক্লাবফুট শিশুদের পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংস্থা দি গ্লেনকো ফাউন্ডেশনের ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে দাতা সংস্থা (অস্ট্রেলিয়ান এইড) এর আর্থিক অনুদানে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সাড়ে ১২টায় এ্যাড. হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল মিলানায়তনে ওই অনুষ্ঠানে আগত অতিথিদের সৌজন্যে ২১ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, আটা, আলু, চিড়া-মুড়ি, লবন, চিনি, সাবান, খাদ্য সহায়তা এবং মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, পিপিই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়াবেটিক হাসপাতালের জয়েন সেক্রেটারি ডা. মানবেন্দ্র সরকার, ডা. মাহাবুব মোর্সেদ শামীম (রানা), আরএমও ডা. আবু জাফর, সমাজ কল্যান অফিসার মো. শহিদুল ইসলাম, ওয়াক ফর লাইফের, ক্লিনিক্যাল ম্যানেজার মাজারুল ইসলাম, ওয়াক ফর লাইফের, ক্লিনিক্যাল সহকারী রাসেল।
ক্লিনিক ম্যানেজার মাজরুল ইসলামের বক্তব্যে বলেন, ওয়াক ফর লাইফ বাংলাদেশের ক্লাবফুট শিশুদের নিয়ে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তেমনই আমদের কাছ থেকে চিকিৎসা নেয়া ক্লাবফুট শিশুদের পরিবারের মাঝে এই চলমান মাহামারিতে অসহায় হয়ে পরা কিছু পরিবারের মাঝে সামান্য উপহার তুলেদেয়ার প্রয়াস মাত্র।
ক্লাবফুট শিশু তানজিলার পিতা মো. আল-আমিন ভোরের আলোকে বলেন, ‘আমি অনেক দূর (মঠবাড়িয়া) থেকে ১০ বছর ধরে মেয়ের চিকিৎসা নিয়ে যাচ্ছি, আমার মেয়ে এখন সুস্থ হয়েছে। এই মহামারি মধ্যে আমরা অনেক অসহায় হয়ে পরেছি বলে আমাদের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াক ফর লাইফ। আমরা ভালো আছি। ওয়াক ফর লাইকে ধন্যবাদ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন, হেলাল উদ্দিন, জিয়াউর রহমান ।