মমতার উপর ‘হামলা’র কোনও ‘প্রমাণ’ মেলেনি

মমতার উপর ‘হামলা’র কোনও ‘প্রমাণ’ মেলেনি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ‘হামলা’র কোনও ‘প্রমাণ’ মেলেনি বলে জানিয়েছে কমিশন। বলা হয়েছে, দুর্ঘটনাবশতই আঘাত পান মমত।

খবর আনন্দবাজার পত্রিকার।

বাংলায় মোতায়েন কমিশনের নিযুক্ত এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এ খবর জানিয়েছে।

প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মমতার নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভিড়ের মধ্যে হুড়োহুড়িতেই আঘাত পান মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এর আগেই, মমতা আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়ায় তৃণমূল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলাকে সরিয়ে দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয় দলটি।

যদিও অভিযোগ নাকচ করে কমিশন। তবে এই তিরস্কারেও অবশ্য হাল ছাড়েনি তৃণমূল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দলের ৬ নেতা।