বরিশাল বিমানবন্দর থানায় ওপেন হাউজ ডে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিমান বন্দর থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র উপ-কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, বিমানবন্দর থানার সহকারী কমিশনার মাসুদ রানা।
এ ছাড়া অনুষ্ঠানে বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল ও থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা স্থানীয়দের নানা সমস্যা এবং অভিযোগ শোনেন এবং এসব বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।