বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বরিশালে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গনসংহতি আন্দোলন জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আ. রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, জামান কবির, হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের মোহাম্মদ ও সাকিবুল ইসলাম শাফিনসহ অন্যান্যরা।