বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার করেছে র্যাব

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মুনাজ হাওলাদার (২৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার মুনাজ হাওলাদার সদর উপজেলার চর আইচার খানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
র্যাব জানায়- মঙ্গলবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কর্ণকাঠির বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা মাকের্টের সামনে আভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মুনাজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।”