হতাশ মাহমুদউল্লাহ

হতাশ মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহ বাহিনী।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। সেই সঙ্গে যুক্ত হয়েছে বাজে ফিল্ডিং। বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর কণ্ঠও ছিল হতাশায় মাখানো।

ব্যাটারদের আরও দায়িত্বশীল ব্যাটিং করার পরামর্শ দিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘স্পিন বা পেস, গত ৬ মাস ধরে বোলিং ইউনিট চমৎকার পারফর্ম করছে। ব্যাটিং ইউনিটের আরো ভালো করতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আজকে ভালো শুরু পেয়েছিলাম। আফিফ ও শান্ত মিডল-অর্ডারে ভালো ব্যাটিং করেছে। আমি ও শান্ত জুটি গড়তে চেয়েছিলাম। কিন্তু শেষ ওভারগুলো আমরা কাজে লাগাতে পারিনি।’