বরিশালে গ্রামীণফোনের নতুন সেবাকেন্দ্র

বরিশালে গ্রামীণফোনের নতুন সেবাকেন্দ্র

বরিশালে নতুন সেবাকেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। আজ ১৪ অক্টোবর বুধবার বিকালে নগরীর ফজলুল হক এভিনিউ রোডে আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন হয়। উদ্ধোধন করেন গ্রামীণফোনের হেড অফ  কাষ্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেন,খুলনা বিজনেস সার্কেল হেড-এ.এস.এম.হেদায়েতুল হক ।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,গ্রামীণফোনের সেবা গ্রাহকদের দ্বারপ্রান্তে পোঁছে দেওয়ার লক্ষ্যে একটি নতুন সেবাকেন্দ্র এখন বরিশাল শহরে।অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে বলে জানান গ্রামীণফোনের কর্মকর্তারা।গ্রাহকদের সেবা দিতে নগরীতে আরও কয়েকটি সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল রিজিওনাল সেলস হেড মোহাম্মদ ফাহিম ইসলাম,সার্কেল রিটেইল হেড মুহাম্মদ নুরুল আমিন সরকার,সার্কেল মার্কেটিং হেড মোহাম্মদ গোলাম শরীফুদ্দিন,সার্কেল এইচ আর হেড সাব্বির আহমেদ ,বরিশাল এরিয়া ম্যানেজার এস,এম ফিরোজ,বরিশাল সিনিয়র ম্যানেজার  তাকি মোহাম্মদ সাদী,এরিয়া রিটেল ম্যানেজার শামিম আব্বাস ও বরিশাল গ্রামীনফোন সেন্টারের সত্বাধিকারী এম.এম  তারেক হোসাইন এবং গ্রামীণফোন  এর অনুমোদিত ডিস্ট্রিবিউশন এর সত্বাধিকারী একরামুল হুদা বাপ্পি ,প্রমূখ।