বরিশালে চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন

বরিশালে চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের ৩য় বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় নতুন কমিটি গঠন হয়। কমিটিতে নতুন সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছে সুব্রত দেবনাথ সজল এবং সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার শীল।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সভা কক্ষে ওই সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার সংগঠনের সিনিয়র সদস্য মিন্টু কুমার কর।
সম্মেলনে সুব্রত দেবনাথ সজল এর সভাপতিত্বে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বাচিক শিল্পী প্রভাষক সুজয় সেন, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর, প্রভাষক পীযুষ বন্দোপাধ্যায়।
বিশেষ অতিথিরা বলেন, তারুণ্যের এমন অয়োজন দেখে সত্যিই অভিভূত। তারুন্যরাই পারে বর্তমান প্রক্ষাপটে ধর্মীয় চেতনায় সমাজের অন্য সকল মানুষকে সৎ পথে ফিরিয়ে আনতে। সনাতন ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় গুলো নিয়ে কাজ করা বড় সাহসের ব্যাপার তবুও এই তারুণ্য থেমে নেই। সনাতনধর্ম সম্পর্কে অন্যকে জানতে আরো উৎসাহিত করতে হবে। আশা রাখি চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন আরো অনেকটা দূর এগিয়ে চলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিন্টু কুমার কর, রেবা ঘোষ, কমল ঘোষ, জয়ন্ত কুমার শীল, প্রান্ত দত্ত, কিশোর চন্দ্র বালা, সৈকত চন্দ্র দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক অসীম মজুমদার, অরুন চন্দ্র ঘোষ, অনিমেষ সাহা, দিবাকর দাস, সুদিপ্তা কর স্বর্ণা , সুকান্ত অপি, সঞ্জয় দেবনাথ, তন্ময় দেবনাথ, অনিম বসু, নিলয় সমদ্দার, সঞ্জয় কুমার দে, রিপা দাস, ঝর্ণা শীল, সঞ্জীতা রানী দে, পুজা রানী রায় ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কমল ঘোষ, কলি কর, সুপ্রভা সরদার মন্দিরা, ইলা রানী দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোর কুমার বালা।