বরিশালে চেক প্রতারণা মামলায় আইনজীবীর দন্ড

বরিশালে চেক প্রতারণা মামলায় আইনজীবীর দন্ড

বরিশালে চেক প্রতারণা মামলায় এইচএম আলম রশিদ লিখন নামে এক আইনজীবীকে ৫ মাসের কারাদন্ড ও ৪ লাখ ৮৫ হাজার টাকা ফেরত দেওয়ার আদেশ দিয়েছে আদালত।


গত রোববার বিকেলে বরিশালের যুগ্ম জজ আদালতের বিচারক মোহাম্মদ কামাল খান আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডিত লিখন বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। 

আদালত সূত্র জানায়, লিখনের বিরুদ্ধে ২০১৯ সালের ১৭ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চর আইচা গ্রামের বাসিন্দা মশিউর রহমান। মামলায় বাদি অভিযোগ করেন, আসামী ২০১৯ সালের ২৪ মে তার (বাদি) কাছ থেকে ৪ লাখ ৮৫ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধে ২০১৯ সালের ৩০ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেক দেন লিখন। চেকটি ২৯ আগস্ট ব্যাংকে জমা দেয়া হলে লিখনের হিসেব নম্বরে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর আইনী নোটিশ দেয়ার পরও সে টাকা ফেরত দেয়নি। পরে আদালতে মামলা দায়ের করা হলে গতকাল সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক। 

রায় ঘোষণার সময় আসামী লিখন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা এবং গ্রেপ্তারী পরোয়ানা জারীর নির্দেশ দেন আদালত।