শিক্ষক নেতা মোজাম্মেল হক আর নেই

বরিশালের অন্যতম শিক্ষক নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) আঞ্চালক কমিটির সাধারণ সম্পাদক মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (অব:) মোজাম্মেল হক (৬৫) না ফেরার দেশে চলে গেছেন। তিনি গত ২৮ ফেব্রয়ারি রাত সাড়ে ৭ টার সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ... রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল সারে দশটার সময় নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ার আল মামুন জামে মসজিদে মরহুমের প্রথম যানাজার নামাজ আনুষ্ঠিত হয়। বেলা ১১টায় নগরীর সদর রোডে দ্বিতীয় যানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সর্বসাধারণর পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) আঞ্চলিক কমিটির নেতা প্রধান শিক্ষক সিকদার মু: শফিউল আজম, প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ। আর উপস্থিত ছিলেন বাংদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো: জলিলুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ মো: মশিউর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো: হানিফ হোসেন তালুকদার, বাকশিস নেতা অধ্যাপক মো: মোছাদ্দ্কে হোসেন, অধ্যাপক মো: শফিকুল ইসলাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: মামুন আর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির প্রধান উপদেষ্টা দাসগুপ্ত আশীষ কুমার, সভাপতি অধ্যক্ষ মো: ফরিদুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, অফিস সহকারি কর্মচারি সমিতির বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জিয়া শাহীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ, পেশাজীবী সংগঠনের নেতা আনোয়ার জাহিদ, অ্যাড. হিরন কুমার দাস মিঠু। সর্বধারনের শ্রদ্ধা শেষে বাবুগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি মরহুমের পারিবারিক কবরস্থানে তার পিতা মাতার কবরের পাশে কবর দেওয়া হয়।