বরিশালে ছাদ বাগানীদের মাঝে ফলজ গাছের চারা ও বীজ বিতরণ

সবুজ কৃষি বরিশাল এর পক্ষ থেকে বরিশাল নগরীর ১১০ জন ছাদ বাগানীদের মাঝে ফলজ গাছের চারা ও বীজ বিতরন করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে সরকারি বরিশাল কলেজ মাঠে ফলজ গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সবুজ কৃষি বরিশাল এর এডমিন ইঞ্জিনিয়ার বরকত হাসান,পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ নাফিসা জাহান,সরকারি বরিশাল কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার,গাইনী বিশেষজ্ঞ ডাঃ হাসিনা বিদ্যুৎ, শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক (ক্যান্সার বিভাগ) ডাঃ মঈনুল ইসলাম হাসিব।
এ সময় বক্তারা বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান।আমাদের দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। দেশকে ফুলে ফলে সমৃদ্ধ রাখতে পারলে আমাদেরই লাভ।আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর,এখানে যে কোন ধরনের গাছ রোপন করলে আস্তে আস্তে বড় হয় ডালপালা গজায়।সুতরাং সে গাছ গুলো যদি পরিচর্যার মাধ্যমে বড় হয় তাহলেই আমরা কাংক্ষিত ফল পেতে পারি।
বক্তারা বলেন,গাছ লাগানো সদকায়ে জারিয়াহ।আমাদের দেশটাকে আমাদের মতো করে সাজাতে হবে।যদি আমরা গাছের গুনাগুন জানতে পারি তাহলে এই গাছপালা থেকে আমরা সকল প্রকার দাওয়াই পেতে পাব।ধর্মীয় দিক থেকেও গাছ লাগানোর অনেক গুরুত্ব রয়েছে।আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের যতটুকু যায়গা আছে তাতে গাছ লাগাতে হবে।বেশী বেশী ফলজ গাছ লাগালে আমাদের দেশের বিপন্ন প্রজাতির পাখি গুলোকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে পারবো।দেশকে ফুলে ফলে সমৃদ্ধ করে সবুজ দেশ গড়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।