স্পেনের বিশ্বকাপ দল

স্পেনের বিশ্বকাপ দল

স্পেনের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পিএসজি অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোসের। লুইস এনরিকের দলে উপেক্ষিত থেকে গেছেন লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকানতারা ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়াও।

কাতার বিশ্বকাপের জন্য শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করে স্পেন। এনরিকে দল সাজিয়েছেন তরুণদের প্রধান্য দিয়ে। তবে দানি কারভাহাল, জর্দি আলবা, সের্হিও বুসকেটসদের ওপর ভরসা রেখেছেন এনরিকে।

বিশ্বকাপে স্পেন রয়েছে ‘ই’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী জার্মানি, ক্রোয়েশিয়া এবং জাপান। ২৩ নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিজান শুরু করবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপে স্পেন দল

গোলকিপার: উনাই সিমন, রবার্ত সানচেজ ও দাভিদ রায়া।

ডিফেন্ডার: দানি কারভাহাল, হুগো গিয়ামন, পাউ তোরেস, এরিক গার্সিয়া, হোসে গায়া, জর্দি আলবা, আইমেরিক লাপোর্তে ও সিজার আজপিলিকেতা।

মিডফিল্ডার: সের্হিও বুসকেটস, মার্কোস লরেন্তে, পেদ্রি, রদ্রি, কোকে, গাভি ও কার্লোস সোলের।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, মার্কো আসেনসিও, পাবলো সারাবিয়া, দানি ওলমো, নিকো উইলিয়ামস ও আনসু ফাতি।