বরিশালে জমজমাট ইফতার বাজার

পবিত্র মাহে রমজানে জমজমাট হয়ে উঠেছে বরিশারের ইফতার বাজার গুলো। এ বছর করোনা মহামারীর কোন নিষেধাজ্ঞা না থাকায় কেনা-বেচায় চলছে ধুম। নগরীর ফুটপাত থেকে শুরু করে বিলাস বহুল হোটেল, রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বাহারী ও সুস্বাদু ইফতার। তবে প্রতি বছরের তুলনা এ বছর ইফতারের দম বেশি বলে জানান একধীক ক্রেতারা।
সোমবার (৪ এপ্রিল) নগরীর সদর রোড, বগুরা রোড, বাংলা বাজর, নতুন বাজার সহ বিভিন্ন রেস্টুরেন্ট, জনবহুল স্থানের ছোট-বড় হোটেল, খোলা জায়গা, ফুটপাতে হরেক রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
এসকল স্থানে দুপুরের পর থেকেই ইফতার কেনার জন্য দোকানে রোজাদার ব্যক্তিরা ভিড় জমাতে থাকেন।
সরেজমিনে নগরীর বগুড়া রোডস্থ নাজেম’স রেস্তোরা ও ফুটপাতের দোকান গুলিতে আলুরচপ, পিয়াজু, বেগুনি, চিকেন, জিলাপি, কাবাব, বোরহানি, চিকেন ফ্রাই, ফিরনি, শাহী জর্দা, ছোলা বুট, তেহারী, মোরগ, খাসির রান, হালিম, কাচ্চি বিরিয়ানি, কালা ভুনা, মুড়িসহ নানা ধরনের ইফতারি সাজিয়ে বসেছে দোকানিরা।
এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি থাকায় প্রতিবছরের তুলনায় ইফতারের দাম একটু বৃদ্ধি পেয়েছে। তাই সামান্য লাভ রেখেই ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে জনান দোকানীরা।