বরিশালে পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বরিশালে পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব পানি দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ এপ্রিল) সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সভা শুরু আগে অতিথিরা নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় সকলকে পানি অপচয় রোধে সচেতন এবং পানি ব্যবহারে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করতে হবে। পাশাপাশি মিষ্টি পানির বড় উৎস বৃষ্টি থেকে পানি সংরক্ষণ করে তা ব্যবহারের জন্য জোর দিতে বক্তারা আহবান জানান।