বরিশালে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বরিশালে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৈত্রিক সম্পতিতে ভেকু দিয়ে মাটি কেটে ঘের বানানোর পাশাপাশি ইট দিয়ে ২ রুম নির্মাণ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন মো. মিজানুর রহমান।
মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিতি হয়।
মাহাবুব মোল্লা (৪৫) কে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আসমত আলী তালুকদারের ছেলে মো. মিজানুর রহমান (৩৮)। ২৩ ফেব্রুয়ারী বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, গত ৩০ জানুয়ারি সকাল ৯টায় বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মাহাবুব মোল্লা অজ্ঞাত ৮/১০ জন লোক নিয়ে একই এলাকায় তার বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে আমার পৈত্রিক সম্পতিতে ভেকু দিয়ে মাটি কেটে ঘের বানানোর পাশাপাশি ইট দিয়ে ২ রুম নির্মাণ করে। বাকেরগঞ্জ বোয়ালিয়া মৌজার ১৫০ নং জে.এল নম্বরের ২৯০, ৪৪৯, ২৯১ নং খতিয়ানের ২২৯১, ২২৯২, ২২৮৯, ২২৯৪ নং দাগের মোট একশত পয়তাল্লিশ শতাংশ জমি প্রায় সব জোরপূর্বক দখলে নিয়ে গেছে প্রতিপক্ষ মাহাবুব মোল্লা। উপায়ন্ত না পেয়ে তিনি গত ১ ফেব্রুয়ারি বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত মাহাবুব মোল্লাকেসহ ৮/১০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
যার এম,পি কেস নং ৩৫/২১। মামলার তদন্তকারী কর্মকর্তা তরুন কুমার গত ৩ ফেব্রুয়ারি আদালতের ৩৮১নং স্বারকের আদেশ অনুযায়ী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য দায়েরকৃত মামলার বাদি ও বিবাদী মাহাবুব মোল্লাকেও নোটিশ প্রদান করেন। কিন্ত আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে কার্যক্রম চলমান রাখে মাহাবুব মোল্লা। এঘটনায় একই আদালতে বিবাদীর বিরুদ্ধে ১৮৮ ধারা মোতাবেক আইনের আশ্রয় নেয়। আবেদনের পর আদালতের বিচারক বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে মো. মিজানুর রহমান আরও অভিযোগ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে মাহাবুব মোল্লা এলাকায় ভূমিদস্যু, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপকর্ম করে যাচ্ছে। মূলত সে আওয়ামী লীগের কোন পদে নেই। এর আগেও মাহাবুব মোল্লা এলাকার মুজাহার মোল্লা, জলিল মোল্লা ও মজিবর মোল্লাসহ একাধিক মানুষের জমি দখল করেছে।