বরিশালে জলবায়ু ধর্মঘট

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণ, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ এবং জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে বরিশালের তরুণ জলবায়ু কর্মীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জলবায়ু ধর্মঘট এবং সেখান থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত পদযাত্রা শেষে এক সমাবেশ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের এডভোকেসি এবং ক্যাম্পেইন সমন্বয়কারী আরিফুর রহমান শুভ, জেলা সমন্বয়কারী সিয়াম সিকদার, সদস্য ময়ূরী আক্তার টুম্পা, রাইট একাডেমি শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়-ক্ষতি মোকাবিলায় কাজ করার এখনই সময়। অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি দূষণকারী দেশগুলো থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে হবে। জলবায়ু এবং জ্বালানি সংকট শুধু একটি দুর্যোগই নয়; এটা আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তাও।