বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান, বিআরটিএর সহকারী পরিচালক মো. আতিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। 

এছাড়া সভায় বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশিক্ষিত চালক ও পরিবহণ শ্রমিকদের দিয়ে যানবাহন চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হয়। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সড়কের বিপজ্জনক মোড় চিহ্নিত করে সেসব স্থানে সকর্তীকরণ চিহ্ন প্রতিস্থাপনের জন্য সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।