বরিশালে জাতীয় শিক্ষা কার্যক্রম ২০২০ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময়

বরিশালে জাতীয় শিক্ষা কার্যক্রম ২০২০ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময়

বরিশালে জাতীয় শিক্ষা কার্যক্রম ২০২০ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্ব মতবিনিময় সভায় অতিথি ছিলেন সনাক বরিশালের সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার। 

শেবাচিম ছাত্রফ্রন্ট মহানগর শাখার সদস্য আনন্দ মিত্তিকা নাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি হাফিজুর রহমান রাকিব প্রমুখ।

এসময় বক্তরা বলেন ঝড়ে পড়া জাতি আমরা চাই না। কোচিং বাণিজ্য বন্ধ করে একটি একমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার ব্যয়ভার রাষ্ট্রকে নেয়ার দাবি জানান তারা।##