বরিশালে জেএমবি’র ২ সদস্য আটক

বরিশাল র্যাব-৮ এর অভিযানে ঢাকার কলাবাগান ও মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ২ জন সক্রিয় সদস্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো, জোহাইর মমতাজ জোহা (৩৮) ও মাহমুদুন নবী অনিক (২৬)।
র্যাব জানায়, জোহা জামালপুরের মেলান্দহ থানাধীন রেখীরপাড়া এলাকার আবি মো. নিজামুল হকের ছেলে এবং ঢাকার কলাবাগানের লেক সার্কাস এলাকার বর্তমান বাসিন্দা ছিলেন। আর অনিক ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
গত মঙ্গলবার রাতে র্যাব-৮ এর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটককৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। এছাড়া তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।