৫ বছরের শিশুকে ৪ জন মিলে ধর্ষনের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
গত রোববার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে এ ঘটনা ঘটে। খেলাধূলার কথা বলে গত রোববার বিকালে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষণ করে বলে দাবি পরিবারের। সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হলে মঙ্গলবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটির অবস্থা ও তার সঙ্গে কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই। বিষয়টি পুরো শিশুদের নিয়ে, তাই অভিযোগ প্রাপ্তির পর থেকে এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর প্রচলিত আইনেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।