বরিশালে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া-মাহফিল

বরিশালে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া-মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপি’র সহসভাপতি নুরুল আমিন, আব্দুস ছালাম রাঢ়ি, কোতয়ালী বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক মন্টু খান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান। 
সভায় জেলা ও কোতয়ালী বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।