বরিশালে টানা বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

বরিশালে টানা বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

বরিশালে গত রাত ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ৭৯.৮ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এই বৃষ্টিপাত আগমী তিন দিন পর্যন্ত অব্যহত থাকতে পরে বলে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টিপাতে বরিশালের অনেক অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তীতে পরেছে মানুষের জনজীবন।

শনিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চত করেছেন ।

তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় সন্ধ্যা ৬ টায় শেষ তথ্য পাওয়া পর্যন্ত বরিশালে ৭৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা ঠান্ডা রয়েছে। আজ সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসএবং সর্বোচ্চ ৩২.০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশালের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যা আগামী ৭২ ঘন্টা অব্যহত থাকতে পারে। এছাড়া স্থানীয় নদীবন্দর গুলোকে এক নম্বর হুঁশিয়ারি সর্তকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
এদিকে দিনব্যাপী বৃষ্টি হওয়ার কারণে বরিশাল নগরীর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর আগরপুর রোড, কলেজ রো, কলেজ এভিনিউ, রুপাতলী হাউজিংসহ নিম্ন স্থান গুলোতে পানি আটকে আছে।