বরিশালে টিসিবি পন্য বিক্রিতে বাধা-মারধর এক আইনজীবীর ৭ দিনের কারাদন্ড

বরিশালে টিসিবি পন্য বিক্রিতে বাধা-মারধর এক আইনজীবীর ৭ দিনের কারাদন্ড

বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় রবিউল ইসলাম রিপন নামে এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে প্রেরণ করা হয়।

 দন্ডপ্রাপ্তর অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সদস্য। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, টিসিবি’র এক ডিলার ট্রাকে করে নগরীর নবগ্রাম রোডের ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে এক ব্যক্তি সেখানে গিয়ে টিসিবির বিরুদ্ধে অকারণে নানা অভিযোগ করেন। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সুবোধ মজুমদার মুঠোফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলেন।

এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে অভিযুক্ত রিপনকে আটক করে। পরে সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ১৮৬০ সালের ১৮৬ ধারার বিধান অনুসারে রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।