বরিশালে ডাকাতী চেষ্টা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

বরিশালে ডাকাতীর চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ আটকের মামলায় জাকির হোসেন জুয়েল এবং ওয়াসিম মোল্লা নামে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত জাকির হোসেন জুয়েল নগরীর কাউনিয়া থানার মুকুন্দপট্টি এলাকার মৃত স্বরূপ আলী হাওলাদারের ছেলে এবং ওয়াসিম ঝালকাঠীর কেস্তাকাঠী এলাকার হাতেম মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় ওয়াসিম আদালতে উপস্থিত থাকলও জাকির অনুপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারি হারুন-অর রশিদ জানান, ২০১৬ সালের ২ অক্টোবর কাউনিয়া থানার সাপানিয়ায় রফিকুল ইসলাম বাবুলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো দুর্বৃত্তরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ জাকির হোসেন জুয়েল ও ওয়াসিম মোল্লাকে আটক করে। একই বছরের ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা পরিদর্শক জসিম উদ্দিন আদালতে ওই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক।