‘মেধাবীরা প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের মূল চালিকাশক্তি’

বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর চাঁদমারী এলাকায় বিএমপি অফিসার্স মেসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মেধা বৃত্তি ছাড়াও ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার ৭ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দিয়ে বলেন, ‘শিক্ষাঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে শিক্ষার্থীরা তাদের বাবা-মা তথা পুলিশ পরিবারের সবাইকে সম্মানিত করেছে। সমাজের কাছে দেশের কাছে পুলিশের মাথা উঁচু করেছে। তরুন মেধাবীদের উপর দেশের সামগ্রিক সাফল্য নির্ভর করে। মেধাবীরা প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের মূল চালিকাশক্তি বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. খাইরুল আলম, খাঁন মুহাম্মদ আবু নাসের, মো. মনজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি বছর বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হলেও এ বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে নিজ নিজ ইউনিটে অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ মেধা বৃত্তি প্রদান করা হয়।