বরিশালে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে,সতর্ক থাকার পরামর্শ

বরিশালে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে,সতর্ক থাকার পরামর্শ

বরিশালেও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বরিশাল বিভাগে বিগত দিনের চেয়ে সব শেষ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ১০ জন বেড়েছে। তবে হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়ে ফিরে যাচ্ছেন তারা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোতে ডায়রিয়া আক্রান্তের হার আরও বাড়ার আশংকা করছেন চিকিৎসকরা। এ জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। 

বরিশালে গত এক সপ্তাহ আগে ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়তে শুরু করে। বিগত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ২শ’ ৪৬ জন রোগী। এদের মধ্যে ১শ’ ৯৮ জন চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৪৮ জন রোগী। এর মধ্যে বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৮ জন রোগী। এর আগের ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো ২শ’ ৩৬ জন। এক সপ্তাহ আগে ২৪ ঘন্টায় প্রায় ১শ’ জন ডায়রিয়ায় আক্রান্তের পরিসংখ্যান রয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে।

রোগীর স্বজনরা জানান, পেটের পীড়া সহ পাতলা পায়খানা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের স্বজনরা। তবে কিভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তা বলতে পারছেন না তারা। হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। সরকারী চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা। 

বরিশাল জেনারল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দিলরুবা তানিম জানান, সাম্প্রতিক সময়ে তাপমাত্রা বেড়েছে। বেড়েছে বাতাস প্রবাহ। এ কারনে দুষন এবং জীবানু ছড়িয়ে পড়ছে। ওইসব জীবানু সুপেয় পানি এবং খাবারের সাথে মিশে পেটে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সাধারন মানুষ। এ জন্য খাবার ঢেকে রাখা, বাঁসি পঁচা খাবার না খাওয়া এবং বিশুদ্ধ পানি পান করার উপর গুরুত্বারোপ করেন তারা। 

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান জানান, প্রতি বছর এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এ জন্য সবাইকে খাদ্যাভাসে সতর্ক থাকতে হবে। ডায়রিয়া মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।