বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন

 

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ধার্য তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। 

রোববার ওই মামলায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অভিযোগ গঠনের দিনধার্য ছিলো। কিন্তু হাফিজের আইনজীবী সময়ের আবেদন করায় তা শুনানীর জন্য রেখে দেন ট্রাইব্যুনাল।  

হাফিজের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, গতকাল অভিযোগ গঠনের ধার্য তারিখ থাকলেও ট্রাইব্যুনালে সময়ের আবেদন করা হয়। বিচারক আবেদনটি শুনানীর জন্য রেখে দেন। আগামী ধার্য তারিখে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে বলে প্রত্যাশা করেন আইনজীবী। 

মামলার অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামী একই এলাকার বাবুল হাওলাদারের সাথে মুঠোফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিলো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক মামলা দায়ের করেন। সেই মামলাটি বর্তমানে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।