বরিশালে ডেঙ্গু আতংক কমেনি

বরিশালে ডেঙ্গু আতংক কমেনি

বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগী কমলেও রোগী ও স্বজনদের আতংক কমেনি। গত কয়েদিনে আক্রান্ত রোগীর মৃত্যুতে ওই আতংক বাড়ছে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরিশার বিভাগে ৪০জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৭ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে যারা গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছেন তারাই ঝুুঁকিতে পড়েছেন। তাই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গত ৪৮ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৫৪ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় জানিয়েছে, বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ৮২১জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে কিচিৎসা নিচ্ছে। আর ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ১৮৫ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৩০২ জন, পটুয়াখালী জেলায় ১৭৪জন, ভোলা জেলায় ৬৪জন, পিরোজপুর জেলায় ১২০জন, বরগুনা জেলায় ১৪৭ জন এবং ঝালকাঠী জেলায় ১৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় আরও জানায়, গত জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত ১৩ হাজার ৯৫০জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ৯৮ জন। আর এই সময়ে মারা গেছেন ৪০জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্যাথলজী বিভাগের প্রধান ডা. আশিক দত্ত বলেন, ডেঙ্গুতে মৃত্যুহার কিছুটা বেড়ে যাওয়ায় শংকা দেখা দিয়েছে। তবে শংকিত না হয়ে সচতন হওয়া এবং দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসায় মৃত্যু বাড়ছে। এটা উদ্বেগেরই কারণ। তবে সেপ্টম্বরের মাঝামাঝি ডেঙ্গু পরিস্থতি স্বাভাবিক হয়ে আসবে এমটাই আশা করছেন তিনি।